গতকাল সংযুক্ত আরব আমিরাতের শারজায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আপন দুই বোন নিহত হয়েছেন। নিহত তাসফিয়া (১৬) ও তাজু (৬) শারজাহ প্রবাসী মোহাম্মদ ইকবালের মেয়ে। শারজায় প্রবাসী মোহাম্মদ ইকবালের চার মেয়ে টিউশনিতে যাওয়ার সময় একটি গাড়ীতে ধাক্কা লেগে দুই বোন মার্মান্তিক ভাবে মারা যায়।
গতকাল শারজা বাংলাদেশ সমিতির খুব কাছাকাছি আল গুবাইবা ট্রাফিক সিগন্যালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গাড়ির ড্রাইবারের বেপরোয়া গাড়ি চালানোর কারণে গাড়ীর সাথে ধাক্কা লাগার কারণে মাথায় খুব আঘাত পেয়ে হাসপাতালে নেওয়ার পূর্বেই তাদের মৃত্যু হয়। ঘাতক চালক ও গাড়ি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে
তাদের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার ফতেয়াবাদ (বটতলী)।