ডেঙ্গু দমনে সবাইকে লম্বা জামা পরার পরামর্শ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেছেন, “আমাদের সবাইকে লম্বা প্যান্ট, পায়জামা, মোজা পরে নিরাপদে থাকার চেষ্টা করতে হবে। আশা করা যায় সেপ্টেম্বরের পহেলা সপ্তাহের মধ্যে ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।” রোববার (৪ আগস্ট) নগর ভবনের মূল ফটকের সামনে ‘কোরবানির বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনা ও মসজিদের ইমামদের মাঝে স্প্রে বিতরণ’ অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, “ঢাকার বাইরেও ডেঙ্গুর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একমাস আগেও যেখানে মানুষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন ছিল না। এখন সিটি করপোরেশনের প্রচেষ্টা ও জনগণের সচেতনতার কারণে নতুন করে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।’
অনুষ্ঠান শেষে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে ইমামদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে মসজিদে দোয়া করবেন। পাশাপাশি খুৎবার সময় মুসল্লিদের সচেতনতা করবেন। এছাড়া কোরবানির ঈদের বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
Discussion about this post