সিলেটের মৌলভীবাজারে পরিচ্ছন্নতা ও মশা নিধনের সময় স্প্রের গন্ধে ১৪ স্কুলছাত্র অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিভাবকরা জানান, গত শনিবার (৩ আগস্ট) দুপুরে পৌরসভার উদ্যোগে ফ্লাওয়ার কে জি এন্ড হাইস্কুল ও এর আশপাশে মশা নিধনের জন্য ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো হয়। এ সময় স্প্রের গন্ধে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের সদর হাসপাতালে নেয়া হয়। এদের মধ্যে ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Discussion about this post