জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তাবিত ‘শেখ মুজিবুর রহমান সেন্টেনিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ নির্মিত হতে যাচ্ছে। গত মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাস-আল-খাইমার ইকোনমিক জোন (RAKEZ) এর সাথে ৫০ বছর মেয়াদি জমির লিজ চুক্তি সম্পন্ন হয়েছে।
প্রায় ৬ শতাধিক শিক্ষার্থীর ভবন জটিলতার অবসান ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে উদযাপনের স্মৃতিচিহ্ন সরূপ রাস-আল-খাইমার বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ বঙ্গবন্ধুর নামে রূপান্তরিত হতে যাচ্ছে। প্রস্তাবিত নতুন নাম ‘বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুল অ্যান্ড কলেজ’।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান এবং দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান। রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান বলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে আমাদের অনন্য এই আয়োজন দেশ-বিদেশে সবার কাছে প্রশংসিত হবে। পরবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্ম এই বঙ্গবন্ধু’র ইতিহাস জানতে পারবে সহজেই।
১৯৯১ সালে রাস আল খাইমায় প্রতিষ্ঠিত বাংলা স্কুলটি নানা সমস্যার কবলে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমিরাত সফরকালে স্কুলটি টিকিয়ে রাখতে অর্থ সহায়তার আশ্বাস দেন। ৮৭ হাজার বর্গফুট আয়তনের অবকাঠামো তৈরি ও অন্যান্য খরচ মিলে এতে ব্যয় হতে পারে প্রায় ১৫ মিলিয়ন দিরহাম। ইতিমধ্যে ব্যবসায়ী ও প্রতিষ্ঠিত বেশ কয়েকজন প্রবাসী আর্থিক সহায়তার ঘোষণাও দিয়েছেন।
সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান স্কুলটির জন্যে প্রাথমিকভাবে অনুদান প্রদানকারী প্রবাসীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, প্রকৌশলী জাফর চৌধুরী, আবদুস সবুর, মোহাম্মদ আক্তার, রাজা মল্লিক প্রমুখ।
Discussion about this post