দুবাই ড্রাগন মার্টের ( চায়না মার্কেট) ব্যাবসায়ী চট্রগ্রামের হাটহাজারীর নাঙল মোড়া ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ মুনচুর(৩৫) গতকাল ০৭-০৭-২০১৯ চট্টগ্রামের একটি হাসফাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মোহাম্মদ মুনচুর দুবাই থেকে ছুটিতে গিয়ে, দেশে অবস্থানকালীন সময়ে হঠাৎ ব্রেইন স্ট্রোক করে দীর্ঘ এক সপ্তাহ হাসপাতালে মুমূর্ষু অবস্থায় লাইফ সাপোর্টে ছিলেন, তাঁর অবস্থার অবনতি হয়ে গতকাল সন্ধ্যায় অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। মোহাম্মদ মুনচুর হাটহাজারীর নাঙল মোড়া ইউনিয়নের প্রবীণ রাজনীতিবিদ ও সমাজ সেবক সবার সুপরিচিত আওয়ামীলীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ আমিনুল হক সাহেবের তৃতীয় পুত্র। মরহুম মোহাম্মদ মুনচুর ২ অবুঝ মেয়ে রয়েছে। তার অবুঝ দুই মেয়ের প্রতি রইল স্নেহ ও ভালবাসা। মহান আল্লাহ মরহুম মনছুর কে জান্নাত বাসী করুক ও পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুন, আমরা তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি।