এখন থেকে শারজায় কনস্যুলেট সেবা পাবেন আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। মাসের যে কোনো এক শুক্রবার বাংলাদেশ সমিতির শারজাহ শাখার কার্যালয়ে পাসপোর্ট রি-নিউ সহ কনস্যুলেটের যাবতীয় সেবা প্রদান করা হবে। গতকাল ২৮-০৬-২০১৯ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ সেবার কার্যক্রম উদ্বোধন করেন দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান।
কনস্যুলেট সেবা চালু উপলক্ষে শুক্রবার সংগঠনের কার্যালয়ে এম এ বাসার’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ মাকসুদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
এ সময় এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহাতাবুর রহমান নাছির, বাংলাদেশ সমিতি আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন, যুগ্ম সম্পাদক নাছির তালুকদার, সংগঠনের সহ-সভাপতি ইসমাইল গনী, ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, ইঞ্জিনিয়ার করিমুল হক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আবদুল মান্নান, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম, বদরুল আলম, ইমাম হোসেন পারভেজ, শেফালি আকতার আখি, ইঞ্জিনিয়ার আবু হেনা, বদরুল চোধুরী, কাজী মোহাম্মদ আলী, মো:মাহবুবুর রহমান, মাজাহারুল ইসলাম আনোয়ার, মোহাম্মদ মামুন সহ সংগঠনের নেত্রীবৃন্দ ও বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।
Discussion about this post