দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক স্ক্যানারসহ বিস্ফোরক শনাক্তরণ যন্ত্র স্থাপন করা হবে। এজন্য ৫৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ‘আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের সিকিউরিটি ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
প্রকল্পটি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ২০২০ সালের জুনের মধ্যে বাস্তবায়ন করবে। এতে ৫৪ কোটি টাকা প্রকল্প সাহায্য আকারে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল মঙ্গলবার শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বিমানবন্দরসমূহের সিকিউরিটি ব্যবস্থার উন্নয়নসহ সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।
সভায় বিমানবন্দরের নিরাপত্তার আধুনিকায়নে প্রকল্প নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী দেশের সকল বিমানবন্দরে নিরাপত্তা উন্নত করতে ডগস্কোয়াড ব্যবহারের কথা বলেন। তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে ডগ স্কোয়াড ইউনিট আছে। আমাদেরও করতে হবে।
Discussion about this post