সংযুক্ত আরব আমিরাতে দুবাই ক্রাউন প্লাজা হোটেলে সেন্টার ফর এন আর বি’র দুবাই সম্মেলন অনুষ্টিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
এন আর বি চেয়ারপার্সন শেকিল চৌধুরীর সভাপতিত্বে তিশা সেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন অধ্যাপক আব্দুস সবুর ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন মায়মুনা আক্তার লিজা।
অনুষ্ঠানে প্রবাসীদের জানমালের নিরাপত্তা, এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি বন্ধের, পাসপোর্ট ভেরিফিকেশনে হয়রানি সহ প্রবাসীদের নানা সমস্যা গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান।
প্রবাসিদের নানা বিষয়ে বক্তব্য রাখেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডাঃ মোহাম্মদ ইমরান, দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান, দুবাই বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাধারণ সম্পাদক সিআইপি নুর মোহাম্মদ, প্রকৌশলী আবু জাফর চৌধুরী, সমাজ সেবক জহিরুল ইসলাম, ব্যবসায়ী শাহেদ আহমদ রাসেল, হাজী শফিকুল ইসলাম, কাউছার নাছ, প্রকৌশলী মাহে আলম, কাজী মোহাম্মদ আলী, ইসমাইল গণি চৌধুরী, প্রকৌশলী আবু হেনা চৌধুরী প্রমুখ।
সম্মেলনে বক্তারা বাজেটে ২ ভাগ প্রণোদনা, প্রবাসীদের বীমা চালু, বিগত ৭ বছর যাবত আরর আমিরাতে ভিসা বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছেন, বিমানবন্দরে হয়রানি বন্ধ করা, পাসপোর্ট ভেরিফিকেশনে হয়রানি বন্ধ সহ প্রবাসিদের নানা দাবি অর্থ উপদেষ্টার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে জানান প্রবাসীরা। সম্মেলনে পেশাজীবী, রাজনৈতিক সহ নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।