মুহাম্মদ শাহ জাহান, ইউএইঃ কক্সবাজার জেলার স্বনামধন্য ডেভেলপার প্রতিষ্ঠান ওয়েলকাম প্রপার্টিজ’র উদ্যোগে দুবাই আবাসন মেলা’১৯ গত ২১ জুন জুমাবার শারজাহ ক্রিস্টাল হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
নাজমুল হাসান ও মুহাম্মদ শাহ জাহানের যৌথ সঞ্চালনায় শামসুদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মেলায় স্বাগত বক্তব্য রাখেন ওয়েলকাম প্রপার্টিজ’র ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পোদ্যোক্তা আলহাজ্ব বদরুল হাসান মিল্কি, আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আরবি সাহিত্যিক ও ফেকাহবিদ, টেকনাফ সমিতি- ইউএই’র সভাপতি মাওলানা আব্দুস সালাম, কক্সবাজার সমিতি সভাপতি ফাহাদ আলী ফাহাদ, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য মিজানুর রহমান, কমিউনিটি ব্যক্তিত্ব, মুহাম্মদ তৈয়ব, টেকনাফ সমিতির সহ সভাপতি আলী হোছাইন প্রমূখ।
আগামী ২৭ জুন পর্যন্ত দুবাইতে ফ্লাট বুকিং দেওয়ার সুযোগ রয়েছে এবং একই দিনে র্যাফল ড্র সহ বিজয়ীদের কার গাড়ি ও অন্যান্য আকর্ষনীয় পুরষ্কার প্রদান করা হবে।
Discussion about this post