১.কখনো কাউকে ছোট করে দেখবা না, নইলে তুমি ছোট হয়ে যাবে।
২.জুতো সেলাই করলে পা বাড়িয়ে দিও না, বরং জুতো টা নিজে একবার মুছে দিও। জুতো কিনতে গেলে নিজেই ট্রাইল দিও।।
৩.কখনো কামলা, কাজের লোক, বুয়া এসব বলে ডেকো না । মনে রেখো তারা ও কারো না কারো মা-বাবা, ভাই-বোন। তাদের ভাই, আপা, চাচা, চাচী বলে ডেকো।
৪.পড়াশোনা করে জীবনে উন্নতি করো। কিন্ত কারো ঘাড়ে পা দিয়ে উপরে উঠার চেষ্টা করো না।
৫.কাউকে সাহায্য করে পিছনে ফিরে চেয়ো না। তাহলে সে লজ্জা পেতে পারে।
৬.সবসময় শুধু দেওয়ার চেষ্টা করবা। মনে রাখবা প্রদান কারির হাত সর্বদা উপরেই থাকে।
৭. এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙ্গুল উঠে।
৮. ছেলে হইয়া জন্মাইছো, দায়িত্ব এড়িয়ে যেও না।
৯. তোমার কি আছে তোমার শরীরে লিখা নেই, কিন্তু তোমার ব্যবহারে আছে।
১০.যখন রাস্তায় হাটবে দেখে হাটবে, যতটা সম্ভব বুঝে চলবে।
১১.বাইক কখনো জোড়ে চালিও না, তাতে তোমার কলিজার কাপুনি বেড়ে না গেলে ও রাস্তার পাশে থাকার মানুষটির কাপুনি বেড়ে যেতে পারে।
১২.কারো বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে বাড়ি থেকে একমুঠো ভাত খেয়ে যেও,যাতে কারো বাড়িতে ভাতের অপেক্ষায় না থাকতে হয়।
১৩. কারো বাড়ির খাবার নিয়ে কখনো সমালোচনা করবে না, কেননা কেউই তার বাড়ির খাবার অস্বাদ করার চেষ্টা করে না।
১৪.বউয়ের কথা শুনে “মা”কে কিংবা “মা”য়ের কথা শুনে বউকে কাঠগড়ায় দাঁড় করিও না কারন কাউকে ফেলতে পারবা না।
১৫.বড় নয়, মানুষ হবার চেষ্টা করো। তবেই বড় হবা।
সংগৃহিত.
Discussion about this post