আর্ত-মানবতা ও সামাজিক কল্যাণমুলক প্রতিষ্ঠান “রশিদা শরীফ কল্যাণ ট্রাষ্ট” এর সার্বিক ব্যাবস্থাপনায় গত ১৫ মে ২০১৯ইং, বুধবার তুলাতুলিপাডা জামে মসজিদ প্রাঙ্গনে কাইচতলী এলাকার গরীব, অসহায়, মেহনতি ও খেটে খাওয়া রোজাদার ৩০০ পরিবারের মাঝে ২য় বারের মতো “ইফতার সামগ্রী” বিতরণ সুষ্ট ও সুন্দর ভাবে সম্পন্ন করা হয়েছে।
কাইচতলীর কৃতি সন্তান, বিশিষ্ট ব্যাবসায়ী, দুবাই প্রবাসী, তরুন আলেম, দেশ-বিদেশের সকলের প্রিয়মুখ, বিশিষ্ট কমিনিট ব্যাক্তিত্ব এবং আর.এস.কে ট্রাষ্ট এর প্রতিষ্ঠাতা ও মাননীয় চেয়ারম্যান জনাব এম. এ. খায়ের নিজামী মহোদয়ের সার্বিক সহায়তায় ট্রাষ্টের পরিচালনা পরিষদ সভাপতি সাবেক ইউপি সদস্য নুরুল আবছার এর তত্ত্বাবধানে সাধারণ সম্পাদক ইমরানুল হক এর পরিচালনায় অত্র ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান’২০১৯ সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।
বরকতময় এই পবিত্র মাহে রমজানে এলাকার সকল অসহায় ব্যাক্তিগণ যাতে অবাদে এবং সুষ্ট ভাবে একটু ভালো খাবারের মাধ্যমে ভালভাবে রোযা রেখে ইফতার করতে পারে সেই মহৎ চিন্তা ধারা নিয়ে মাননীয় চেয়ারম্যান মহোদয় সুদুর প্রবাসের বুক থেকে এলাকার লোকজনের জন্য চিন্তা চেতনা নিয়ে কাজ করে যাচ্ছে প্রতি:নিয়ত। তিনি সকলের কাছে প্রত্যাশা রেখেছেন এবং অনুরোধ জানিয়েছেন, যেন সকলে তার জন্য এবং তার পিতা মাতার আত্মার মাগফিরাত সহ পরিবারের সকলের জন্য দোয়া করবেন।
যাদের অক্লান্ত পরিশ্রম ও উপস্থিতিতে “রশিদা শরীফ কল্যান ট্রাষ্ট” এর ২য় বারের মত উক্ত “ইফতার” সামগ্রী বিতরণ-২০১৯, সুন্দর ও স্বার্থকভাবে সম্পন্ন হয়েছে তাদের সকলকে ট্রাষ্ট পরিচালনা পরিষদের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ ।
ইফতার সামগ্রী বিতরণ পুর্বকালীন সময়ে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা করেন এবং ট্রাস্টের সাধারণ সম্পাদক, তুলাতুলিপাডা জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মাওলানা এমরানুল হক সাহেব সকলের জন্য এবং বিশেষ করে মাননীয় চেয়ারম্যান মহোদয়ের পিতা-মাতার জন্য ও তাহার পরিবার সহ সকলের দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, এয়াকুব চৌধুরী, নুরুল আবছার, কালু সওদাগর, ইউসুফ মুনিরী, মাওলানা এমরানুল হক, সাংবাদিক মোহাম্মদ আলী, আমিনুল হক, আব্দুল ছমদ, হারুনুর রশিদ, আব্দুল জলিল, নুরুল আমিন, আব্দুস সালাম সহ এলাকার আরো অনেক গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও আর.এস.কে ট্রাষ্ট পরিচালনা পরিষদের সকল নেতৃবৃন্দ।
Discussion about this post