আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডেক্স-২০১৯) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে রবিবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিউনিখ থেকে একটি ফ্লাইটে আমিরাতের রাজধানী আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কঠোর নিরাপত্তা বেষ্টনিতে বিমান বন্দর থেকে পরে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় হোটেলে নিয়ে যাওয়া হয়। সফর সময় সূচী অনুযায়ী আজ সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে (এডিএনইসি) ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশনের (আইডিইএক্স-২০১৯) উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন তিনি.
স্থানীয় সময় সকাল সময় ভোর ৭টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহম্মদ ইমরান। এ সময় প্রধানমন্ত্রীকে এয়ারপোর্টে স্বাগত জানাতে বিপুল সংখ্যক প্রবাসী ও বিভিন্ন কমিউনিটি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক নাছির তালুকদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ প্রেসক্লাব ইউ এ ই র সদস্যরা উপস্থিত ছিলেন।
আজ রোববার আবুধাবির জাতীয় প্রদর্শনী কেন্দ্রে (অ্যাডনেক) আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দেশটির যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠকে যোগ দেবেন। এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও শাসক শেখ শেখ আহমেদ দালমোক আল মাকতুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বলে ধারণা করা হচ্ছে।
বৈঠক শেষে বাংলাদেশ দূতাবাস আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সোমবার বিকেলে আল বাহার প্যালেসে দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট প্রয়াত শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের সহধর্মিণী এবং বর্তমান শাসকের সহধর্মিণী শাইখা ফাহিমা বিনতে মুবারক আল কেতবির সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। পরে আবুধাবীর সেন্ট রেজিসের বল রুমে একটি ইভেন্টে যোগ দেবেন তিনি।
বুধবার ভোরে ঢাকার উদ্দেশে বাংলাদেশ ব্মিানের একটি ভিভিআইপি ফ্লাইটে করে আবুধাবী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। বুধবার সকাল সাতটায় ঢাকায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
Discussion about this post