ফের একসঙ্গে অভিনয় করছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও ভারতের কলকাতার অভিনেতা সোহম। সিনেমার নাম ‘থাই কারি’। এর আগে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘ব্ল্যাক’–এ তাঁরা দুজন অভিনয় করেছিলেন।
সিনেমাটি কলকাতার। পরিচালনা করছেন অঙ্কিত আদিত্য। ১০ ডিসেম্বর থেকে থাইল্যান্ডের বিভিন্ন জায়াগায় সিনেমাটির শুটিং শুরু হয়েছে। সিনেমায় মায়া চরিত্রে দেখা যাবে মিমকে। অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে থাইল্যান্ড থেকে মুঠোফোনে মিম বলেন, ‘আমার অংশের শুটিং শুরু হয়েছে ১১ ডিসেম্বর থেকে। আমার বিপরীতে আছেন সোহম। এর আগেও তাঁর সঙ্গে ব্ল্যাক ছবিতে কাজ করেছি। বোঝাপড়ার জায়গাটা আগেই তৈরি হয়েছে। কাজটি ভালো হচ্ছে। আড্ডা আর মজার গল্পের ছবি এটি। পুরো শুটিংই থাইল্যান্ডে হবে। আমরা তো খুব মজা করেই শুটিং করছি।’
ছবিটিতে অয়ন চরিত্রে দেখা যাবে সোহমকে। দ্বিতীয়বার মিমের সঙ্গে কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের চেনাজানাটা পুরোনো। এর আগে একসঙ্গে একটি ছবিতে কাজ করেছি। ফলে এই কাজটি আমরা সহজভাবেই করতে পারছি। কমেডি ধাঁচের গল্পের ছবি। ফান ও মজায় একেবারে ভরপুর।’
২৪ ডিসেম্বর মিমের অংশের শুটিং শেষ হবে। মুক্তির তারিখ এখনো বলতে পারেননি মিম। তিনি বলেন, ‘মুক্তির শিডিউলটা আমি জানি না। তবে প্রযোজক ও পরিচালকের কাছ থেকে জানতে পেরেছি, পশ্চিমবঙ্গে মুক্তির সময়েই আমদানির মাধ্যমে একই সময়ে বাংলাদেশেও ছবিটির মুক্তি পাওয়ার কথা আছে।’ থাই কারি ছবিতে আরও অভিনয় করছেন ইন্দ্রনীল, হিরণ, সারস্বত, অভিজিৎ গুপ্ত, পল্লবী প্রমুখ। ২০১৫ সালের ডিসেম্বর মাসে ব্ল্যাক বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে মুক্তি পায়।
সেলিব্রেটিবিডি/এইচআর
Discussion about this post