বিপিএলের সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। ঘরের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করার সুযোগ পেল সিলেট সিক্সার্স।
মঙ্গলবার সিলেটের মাঠে প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে মাত্র ৬৮ রানে অলআউট হওয়ার লজ্জা পেয়েছিল সিলেট সিক্সার্স। সে ম্যাচের গ্লানি ভুলতেই রংপুরের বিপক্ষে আজ মাঠে নেমেছে তারা।
অন্যদিকে সুবিধায় নেই রংপুর রাইডার্সও। ঢাকা পর্বে পাঁচ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচ জিতেছে তারা। সিলেট পর্বে দুই ম্যাচই তারা খেলবে স্থানীয় দলটির বিপক্ষে। এ দুই ম্যাচে জয় নিয়েই ঢাকায় ফেরার লক্ষ্য মাশরাফি বিন মর্তুজার দলের।
সিলেট সিক্সার্স একাদশ: ডেভিড ওয়ার্নার, লিটন দাস, আফিফ হোসেন, জাকের আলি, নিকলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, সোহেল তানভীর, সন্দ্বীপ লামিচানে, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান রানা।
রংপুর রাইডার্স একাদশ: ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মোহাম্মদ মিঠুন, মেহেদি মারুফ, রিলে রুশো, বেনি হাওয়েল, মাশরাফি বিন মর্তুজা, নাহিদুল ইসলাম, ফরহাদ রেজা, সোহাগ গাজী এবং শফিউল ইসলাম।
Discussion about this post