‘ইন্দুবালা’ গান দিয়ে দেশ মাতিয়েছিলেন অভিনেতা ফজলুর রহমান বাবু। এরপর তিনি প্রকাশ করেন ‘ইন্দুবালা ২’। সেই গানটিও জনপ্রিয়তা পায় শ্রোতাদের মাঝে।
ধারাবাহিকতায় এবার ‘ইন্দুবালা ৩’ নিয়ে হাজির হচ্ছেন গায়ক ও অভিনেতা ফজলুর রহমান বাবু। সম্প্রতি নির্মিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। এই তথ্য নিশ্চিত করলেন গানটির গীতিকার ও সুরকার দেলোয়ার আরজুদা শরফ।তিনি জানান, এই গানের সংগীতায়োজন করেছেন অমিত। গানটিতে মডেল হয়েছেন আজিজ ও আদিবা। গানটির ভিডিও নির্মাণ করেছেন সামছুল হুদা।
দেলোয়ার আরজুদা শরফ বলেন, ‘অনেক সাড়া পেয়েছি ‘ইন্দুবালা’র আগের দুটি গান নিয়ে। সেগুলোও আমি লিখেছিলাম। বাবু ভাই গেয়েছিলেন। এবার আমরা ইন্দুবালার ‘তৃতীয়’ আয়োজন নিয়ে আসছি। চেষ্টা করেছি ভালো কিছু করার।’ইংরেজি নতুন বছর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান রনস মিউজিকের ব্যানারে ‘ইন্দুবালা ৩’ গানটির ভিডিও প্রকাশ হবে।
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post