টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফেনীর ব্যবস্থাপনায় ২০১৭ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে শুক্রবার বিকালে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। শহরের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে আয়োজিত সংগঠন টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মমিনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোটারী ক্লাব অব বাংলাদেশের গর্ভণর ও জেনিথ ফার্মাসিউটিক্যালস লি: এর চেয়ারম্যান বৃত্তি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ড. বেলাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন সুইড বাংলাদেশ ফেনীর সেক্রেটারি এডভোকেট সমীর চন্দ্র কর।
এতে আরো বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী শহীদ খোন্দকার, বেসরকারি শিক্ষক কর্মচারী জাতীয়করন বাস্তবায়ন কমিটির আহবায়ক আবদুর রহীম মালদার, ফেনী প্রেস ক্লাব একাংশের সাবেক সভাপতি রবিউল হক রবি, জাতীয় সমাজতান্ত্রিক দল জেলার সেক্রেটারি তাহের উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক এডভোকেট খোরশেদ আলম খন্দকার। সভা পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল আজিজ মানিক। অনুষ্ঠানে ২০১৭ সালের জেনিথ ফার্মাসিউটিক্যালস লিঃ বৃত্তি ফাউন্ডেশনের ৩৬ জন, আবদুল মজিদ জেবুন্নাহার লি: বৃত্তি ফাউন্ডেশনের ৩০ জন, সাংবাদিক মাহাবুবুল হক স্মৃতি বৃত্তির ৩০ জন, তোফজলুর রহমান মেধা বৃত্তি ২৫ জন সহ ১৭৩ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন বৃত্তি প্রদান করা হয়।
Discussion about this post