ফেনীতে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান ও করণীয়’ শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় অতিথি ছিলেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: সাইফুর রহমান। এছাড়া বক্তব্য রাখেন সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার হাজারী, মো: আবুল কাশেম, সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির গিয়াস উদ্দিন, কাজী ওয়াজিউল্লাহ, মহিউদ্দিন খোন্দকার, মো: আবুল কাশেম, জসিম উদ্দিন, জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী ছানোয়ার হোসেন প্রমুখ।
জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি এম. মামুনুর রশিদের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো: আবদুল বারিক। সভায় সদর উপজেলার প্রায় ১৫০টি কিন্ডারগার্টেন প্রধান ও প্রতিনিধিগণ অংশ নেন।
Discussion about this post