নোয়াখালীর সেনবাগে সৃজনশীল সামাজিক সংস্থা ও নবজীবন ব্লাড ব্যাংকের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ফ্রি ব্লাড গ্রুপিং ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সংস্থার পক্ষ থেকে উপজেলার ছমিরমুন্সিরহাট বাজারে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নোয়াখালী ম্যাটস এর প্রশিক্ষক ডা. আবু তাহের ও সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম। আয়োজকরা জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত তিন শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও ৪ শতাধিক ব্যাক্তির ফ্রি ব্লাড গ্রুপিং করা হয়। এছাড়া বিকালে সংগঠনের উদ্যোগ পটোয়ারী মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নজরুল ইসলাম টিপুর সভাপতিত্বে ও ফখরুল ইসলামে সঞ্চালনায় আনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী ম্যাটসসের প্রশিক্ষক ও লাইফ কেয়ার হাসপাতালে চেয়ারম্যান ডা. আবু তাহের। বিশেষ অতিথি মিডিয়া ব্যাক্তিত্ব জাহাঙ্গীর হোসেন বাবর, আওয়ামীলীলীগ নেতা এ্যাডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু, গোলাম কবির, জিয়াউল হক পাটোয়ারী দুলু, যুবলীগ নেতা দিদারুল ইসলাম দিদার প্রমুখ। এছাড়া বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে সংগঠনের কেক কেটে জন্মদিন পালন ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
Discussion about this post