সেলিব্রেটিবিডি:
বাংলাদেশি নায়িকা অরিন। লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে যাত্রা তার। এখন কলকাতার চলচ্চিত্রের শুটিং নিয়েই ব্যস্ত থাকছেন বেশি। টালিগঞ্জে একের পর এক নতুন ছবির শুটিং করছেন।
কয়েক মাস কলকাতায় থাকার পর ঈদুল আজহার কয়েকদিন আগে দেশে ফিরেছেন তিনি। ঈদের আনন্দ শেষ হতে না হতেই শুরু করলেন একটি বাংলাদেশি ছবির শুটিং। ৩১ আগস্ট থেকে রাজধানীর একটি শুটিং হাউজে শুরু হয় ছবিটির দৃশ্য ধারণের কাজ। এম এ আসলাম পরিচালিত ছবিটির নাম ‘আমার সিদ্ধান্ত’। এতে অরিনের সঙ্গে নায়ক হিসেবে রয়েছেন সাইফ খান।
দেশে ফিরেই নতুন ছবির শুটিং নিয়ে অরিন বলেন, ‘ছবিটির জন্য অনেক আগে চুক্তিবদ্ধ হয়েছিলাম। এখন শুটিং শুরু হলো। অ্যাকশন ও রোমান্টিক ঘরানার একটি ছবি হবে এটি।’
ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন চিত্রনায়ক ইমন, শাহ রিয়াজ, শিরিন শিলা, তানিন সুবহা,অভি প্রমুখ।
সেলিব্রেটিবিডি/এনজেটি/এস শোবিজ
Discussion about this post