সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থানীয় বক্তারমুন্সি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে বিদ্যালয়ল চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেডএম কামরুল আনাম।
04স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনের সভাপতিত্বে ও ইউপি সদস্য সালা উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল পারভেজ। এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মনোয়ারা, ইউপি সদস্য আলমগীর হোসেন, আবুল হোসেন, নারী সদস্য রোকেয়া বেগম, মরিয়ম বেগম। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪শ ৫০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়।
Discussion about this post