ছোটপর্দার প্রিয়মুখ তারিন জাহান। অভিনয় দিয়ে কয়েক দশক ধরেই মাতিয়ে রেখেছেন তিনি। বর্তমানে খুব একটা নিয়মিত নন। মাঝেমধ্যই দেখা দেন নাটক-টেলিছবি ও বিজ্ঞাপনে।এই অভিনেত্রীর ভক্তদের জন্য এবার নতুন খবর হলো আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। মনোনয়নপত্রও সংগ্রহ করেছেন তিনি।
সম্প্রতি একটি লাইভে গিয়ে নিজেই এই তথ্য জানান। তখন থেকেই বিষয়টি আলোচনায় এসেছে। এ বিষয়ে জানতে চাইলে তারিন জাগো নিউজকে নিশ্চিত করে বলেন, ‘আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি।’তিনি জানান, ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছেন তিনি।
সরাসরি রাজনীতিতে যুক্ত হওয়া প্রসঙ্গে তারিন বলেন, ‘আমি ছোটবেলা থেকেই আওয়ামী লীগের রাজনীতির আদর্শ লালন করেছি। দেশপ্রেম বলুন, মুক্তিযুদ্ধের প্রতি দায়বোধ বলুন সব আমি এখানে পেয়েছি। এদেশে অনেক বড় বড় রাজনীতিবিদ জন্মেছেন। তবে এই মুহূর্তে আমার চোখে সেরা রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতো রাষ্ট্রনায়ক আমাদের হাতে এখন আর নেই। তাই আমি তার নেতৃত্বেই দেশ সেবার সাথে যুক্ত হতে চাই। সেজন্য আওয়ামী লীগের প্রার্থী হয়েছি।’মনোনয়ন পাওয়ার ব্যাপারে কতোটা আশাবাদী এমন প্রশ্নে তারিন বলেন, ‘সেটা নিতান্তই নির্ভর করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তিনি যদি মনে করেন আমাকে দিয়ে দেশ ও আওয়ামী লীগের উপকার হবে তবে তিনি আমাকে মনোনীত করবেন। আমি প্রস্তুত নিজেকে দেশ ও মানুষেরার সেবায় নিয়োজিত রাখতে। আমার অনেক পরিকল্পনা আছে। নির্বাচিত হলে সেগুলোর বাস্তবায়ন করবো
সেলিব্রেটিবিডি/ এইচআর
Discussion about this post