সেলিব্রেটিবিডি:
একটু অবাক করা খবরই বটে। দীর্ঘ ক্যারিয়ারে বেশ কয়েকটি ছবিতেই জুটি বেঁধে হাজির হয়েছেন চিত্রনায়ক রিয়াজ ও পপি। তারমধ্যে উল্লেখ করা যায় ‘বিদ্রোহ চারিদিকে’, ‘বিদ্রোহী পদ্মা’, ‘ক্ষ্যাপা বাসু’, ‘মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’ ইত্যাদি ছবির নাম। ছোট পর্দাতেও বেশ কিছু নাটকে জুটি হয়েছেন তারা। তবে এই প্রথমবার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাবে তাদের।
চিত্রনায়ক রিয়াজ জাগো নিউজকে জানান, নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত একটি টিভিসিতে অংশ নিচ্ছেন তারা। এই বিজ্ঞাপনচিত্রের দৃশ্যধারণের শুটিং চলছে সাভারে। দেশীয় একটি সাবান কোম্পানির বিজ্ঞাপন এটি।
রিয়াজ বলেন, ‘পপির সঙ্গে চলচ্চিত্র ও নাটকে কাজ করেছি। সেগুলো প্রশংসিত ছিলো। কী যাদু করিলা ছবিতে অভিনয় করে পুরস্কারও পেয়েছি। এছাড়া ওর সঙ্গে স্টেজ শোতেও কাজ করেছি। কিন্তু প্রথমবার দর্শক আমাদের বিজ্ঞাপনে দেখবেন।’ এই অভিনেতা আরও বলেন, ‘রেদওয়ান রনি ভালো মানের নির্মাণ করে থাকেন। তার কাজ বেশ গোছানো। আর টিভিসির আইডিয়াটিও পছন্দ হয়েছে।’
এদিকে নির্মাতা রেদওয়ান রনি জানান, খুব শিগগির বেসরকারি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপনচিত্রটির প্রচার শুরু হবে।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post