সেলিব্রেটিবিডি:
পপ সংগীত শিল্পী জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের মধ্যে দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু সেটা এখন অতীত। নতুন প্রেমে মজেছেন বিবার। তবে সেলেনার আবেগের জায়গায় সবচেয়ে জড়িয়ে আছে জাস্টিন বিবারের নাম।প্রায় ৭ বছর চুটিয়ে প্রেম করেছেন বিবার-সেলেনা। এরমধ্যে কয়েকবার সম্পর্কের বিচ্ছেদ হয়ে আবারো জোড়া লেগেছে। কিন্তু শেষবার বিচ্ছেদের পর বিবার তার নতুন সঙ্গিনীর সাথে রয়েছেন।
এদিকে কষ্টে রয়েছেন সেলেনা। বিবারের সঙ্গে কাটানো প্রিয় মুহূর্তগুলো মনে করেই এখন সময় পার করছেন তিনি। তার কাছের বন্ধুদের কাছ থেকে এমনটাই জানা যায়। কিছুতেই বিবারকে ভুলতে পারছেন না সেলেনা।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post