সেলিব্রেটিবিডি:
বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে বেশ কিছুদিন প্রেম করেছেন রণবীর সিং। এক সময় রণবীর ও আনুশকার প্রেমের খবর নিয়ে বেশ আলোচনা চলছিল বলিপাড়ায়। কিন্তু তা আর বেশি দূর গড়ায়নি। ভেঙে যায় তাদের সম্পর্ক। তারপর রণবীর সম্পর্কে জড়ান দীপিকার সাথে, আর আনুশকা কোহলির সাথে।
এরপর গত বছর শেষের দিকে ধুমধাম করে বিরাট কোহলিকে বিয়ে করেন আনুশকা শর্মা। এতদিন পর এসে রণবীরের সঙ্গে প্রেম না করার কারণ জানালেন আনুশকা।
সম্প্রতি করণ জোহরের একটি শো-এ গিয়ে নাকি মজা করেই মুখ খুললেন আনুশকা। বলেন, ‘আমি কেন রণবীরের সঙ্গে ডেট করিনি জান? ও খুব নোংরা ছেলে…।’প্রসঙ্গত, ২০১০-এ মুক্তি পেয়েছিল ‘ব্যান্ড বাজা বারাত’। সেই ছবিতে জুটি বেঁধেছিলেন রণবীর-আনুশকা।
সেলিব্রেটিবিডি/এইচ আর
Discussion about this post