সেলিব্রেটিবিডি:
অরিন্দম বসু পরিচালিত নতুন শর্ট ফিল্ম ‘…দ্যাট গিফট’-এ অভিনয় করতে দেখা যাবে শ্রীলেখা মিত্রকে। এক মিডলক্লাস হাউজ়ওয়াইফের চরিত্রে এখানে অভিনয় করছেন শ্রীলেখা। ছবিতে অন্যান্য ভূমিকায় রয়েছেন অরিজিৎ দত্ত, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, অভি দে প্রমুখ। ছবিতে সুর দিচ্ছেন দিব্যেন্দু মুখোপাধ্যায়। নিজের ডেবিউ ছবি নিয়ে অরিন্দম জানান, ‘‘আমার নতুন বই ‘ডার্টি ডজ়েন অ্যান্ড ওয়ান’ থেকে গল্পটি নেওয়া হয়েছে। এই ছবি ভালবাসা নিয়ে হলেও এটি সম্পূর্ণ ডার্ক ফিল্ম। শ্রীলেখা রাজি না হলে আমি অবশ্য ছবিটি করতাম না। শুরু থেকে ও-ই ভাবনায় ছিল।’’
সেলিব্রেটিবিডি
Discussion about this post