সেলিব্রেটিবিডি:
জি বাংলার ‘জড়োয়ার ঝুমকো’ সিরিয়ালে অঙ্কিতা মজুমদার ছিলেন ঝুমকোর বোন জড়োয়া। গুরুত্বপূর্ণ চরিত্র। যেদিন চরিত্রটি পর্দায় এসেছে, সেদিন থেকে পাল্টে যায় সিরিয়ালের গল্প। সামনে চলে আসে অনেক বছর ধরে লুকিয়ে রাখা ঘটনা। কাহিনি মোড় নেয় অন্যদিকে। তবে অঙ্কিতা মজুমদার দর্শকের নজর কেড়েছিলেন সানন্দা টিভির ‘জোশ’ সিরিয়াল দিয়ে। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেন তিনি। এবার ‘ভূমিকন্যা’। স্টার জলসায় শুরু হয়েছে গত ৩০ জুলাই।
‘জড়োয়ার ঝুমকো’ সিরিয়ালে জড়োয়া আর ঝুমকো দুই বোন। তাদের বাবা একজন স্বর্ণকার। কোহিনুর এই গল্পের নায়ক। ঝুমকো আর কোহিনুরের প্রেম, ছোট বোন ঝুমকোর জন্য বড় দিদি জড়োয়ার আত্মত্যাগ, গয়নাশিল্পীদের সামাজিক অবস্থান এবং সেই পটভূমিতে দাঁড়িয়ে এক প্রতিভাবান গয়নাশিল্পীর আত্মপ্রতিষ্ঠার লড়াই নিয়ে গল্প। আর এবার স্টার জলসার ‘ভূমিকন্যা’ সিরিয়ালে অঙ্কিতা মজুমদারে চরিত্রের নাম উশষী। ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার। গল্পে তরিতা আর অঙ্কুশ জল-জঙ্গলে ঘেরা গ্রামে অপরাধ দমনের যে মিশনে নেমেছে, সেখানে তাদের পাশে এসে দাঁড়ায় উশষী। অনেকেরই ধারণা, চরিত্রটি নিশ্চয়ই নতুন মাত্রা যোগ করবে।
রূপক সাহার উপন্যাস ‘তরিতা পুরাণ’। এই উপন্যাসের কাহিনি নিয়ে এবার সিরিয়াল তৈরি করছেন অরিন্দম শীল। নাম ‘ভূমিকন্যা’। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন সোহিনী সরকার। সিরিয়াল হলেও এর তৈরিতে চলচ্চিত্রের মেজাজ কাজ করেছে নির্মাতাদের অভিনয়শিল্পীদের তালিকাও সমৃদ্ধ। এই যেমন আরও আছেন চিরঞ্জিৎ, সুদীপ্তা চক্রবর্তী, কৌশিক সেন, রূপাঞ্জনা মিত্র, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।
‘জড়োয়ার ঝুমকো’ আর ‘ভূমিকন্যা’র মাঝে লম্বা বিরতি। অঙ্কিতা মজুমদার জানালেন, এ সময় নিজেকে আরেকটু তৈরি করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমকে বললেন, ‘এ সময় কয়েকটি সিনেমার কাজ করেছি। বেড়ানো হয়েছে। ভুটান, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর গেছি।’ আর সিরিয়াল? বললেন, ‘কাজের প্রস্তাব তো অনেক পেয়েছি, কিন্তু চরিত্র পছন্দ হয়নি বলে ছেড়ে দিয়েছি। এবার “ভূমিকন্যা”র গল্প ভালো লেগেছে। কনসেপ্ট একদম আলাদা। আর আমার চরিত্রটাও দারুণ। রাজি হয়ে গেলাম।’
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post