সেলিব্রেটিবিডি:
নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা আরেফিন শুভ। ছবির নাম ‘সাপলুডু।’ এতে তার সহ-শিল্পী হিসেবে অভিনয় করার কথা রয়েছে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের।
‘সাপলুডু’ ছবির গল্পটা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে। পুরো ছবির শুটিংও দেশের বিভিন্ন জায়গায় হবে। লোকেশন সম্পর্কে ধারণা দিতে গিয়ে আরিফিন শুভ জানান, টেকনাফ, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম ও ঢাকায় কাজ হবে।
‘এ রকম গল্পে দর্শক এর আগে এ ধরনের চরিত্র প্লে করতে দেখেননি। বিষয়টা বেশ এক্সপেরিমেন্টাল। আমি নিজেও বেশ আশাবাদী কাজটা নিয়ে। দেখি, কী হয়’, বলেন শুভ।
ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। শুভ বলেন, ‘আহারে’ ছবির শুটিং শেষ হয়েছে মে মাসের শেষের দিকে। গত কয়েক মাসের মধ্যে আমি নিতে পারি, এমন কোনো গল্প হাতে পাই নাই। এই গল্পটা শুনে আমার মনে হয়েছে, দর্শক এনজয় করবে। মানে অ্যাকশন-থ্রিলার বেইজড। নতুন একটা ডাইমেনশন থাকবে।
যেহেতু এতদিন পরে একটা ছবি হাতে নিয়েছি, গল্প অনুযায়ী চরিত্রের ডিজাইন হবে এবং প্রস্তুতির পার্ট আছে। আর ছবিটি এ বছরের ওয়ান অব দ্য বিগেস্ট অ্যাকশন-থ্রিলার ফিল্ম হতে যাচ্ছে। গতানুগতিক ধারার অ্যাকশন না কিন্তু।”
ছবিটি নির্মাণের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজেই। আসছে অক্টোবর থেকে শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে এক্সপেরিমেন্টাল শুটিং হবে ১৫ সেপ্টেম্বর থেকে। সে কথাও জানান এ অভিনেতা। ছোটপর্দার নির্মাতা গোলাম সোহরাব দোদুলের এটিই প্রথম চলচ্চিত্র নির্মাণ। কাজটি নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী তিনি। তবে এ নিয়ে কথা বলার সময় খুব একটা সামনে এগোতে চাননি তিনি।
জাহিদ হাসান, তারিক আনাম খান, চিত্রনাট্যকার ও পরিচালক সালাউদ্দিন লাভলুসহ আরও অনেকেই অভিনয় করবেন ছবিটিতে।
সেলিব্রেটিবিডি/এনজেটি
Discussion about this post