সেলিব্রেটিবিডি:
ফ্রান্সের প্যারিসে প্রদর্শিত হচ্ছে বহুল আলোচিত বাংলা চলচ্চিত্র পোড়ামন-২। রবিবার বিকালে জিউমন্ট সেইন্ড ডেনিশ সিনেমা হলে প্রথমবারের মতো চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন পূজা চেরী।
তিনি বলেন, প্রবাসীদের জন্য সুখবর। যারা ছবিটি দেখতে পারেন নি তারা হলে গিয়ে চলচ্চিত্রটি দেখার সুযোগ পাবেন। দেশের দর্শকদের মতো প্রবাসী দর্শকরা আনন্দ পাবেন বলে তিনি আশা করেন।
গ্রামের একটি ছেলে সুজন যে সিনেমায় নায়ক হতে চায় এবং তালুকদার বাড়ীর মেয়ে পরী। পরী সুজনকে ছোট থেকে ভালোবাসে কিন্তু সুজন পরীকে ছোট থেকেই ঘৃর্ণা করে। কি হবে এই প্রেমের পরিনতি? এমন টানাপোড়েন নিয়ে পোড়ামন-২।
২০১৭ সালের সেপ্টেম্বর মাসে পোড়ামন ২ ছবিটির শুটিং শুরু হয়। মেহেরপুর, কুষ্টিয়া ও সিলেটে ছবিটির চিত্রগ্রহণ করা হয়। ২০১৮ সালের জানুয়ারিতে ভারতে ছবিটির শুটিং পরবর্তী সম্পাদনার কাজ করা হয়। ছবিটি ২০১৮ সালে ৬ জুন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পায়।
ছবিটির পরিচালক রায়হান রাফি এবং প্রযোজনায় আব্দুল আজিজ। চলচ্চিত্রটির পরিবেশনায় রয়েছে জাজ মাল্টিমিডিয়া। চলচ্চিত্র অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, বাপ্পারাজসহ অনেকে। ২০১৮ কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখায় ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর পর ১৬ই জুন ঈদুল ফিতরে ছবিটি বাংলাদেশে মুক্তি পায়।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post