সেলিব্রেটিবিডি:
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শোবিজ অঙ্গনে আলোচনায় আসেন জান্নাতুল নাঈম এভ্রিল। সেই আলোচিত গ্ল্যামারকন্যা এখন নাটক ও বিজ্ঞাপনে নিয়মিত অভিনয় করছেন। মিয়ানমারের রাখাই রাজ্যে রোহিঙ্গা মুসলিম শিশুদের ওপর নির্মিত হয়েছে একটি তথ্যচিএ। এতে অভিনয় করেছেন জান্নাতুল নাঈম এভ্রিল।
২১ ও ২৬ আগস্ট পর্যন্ত ‘ব্লুসমস-ফরম অ্যাশ’ নামে এই তথ্যচিত্রের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা নোমান রবিন।
এ প্রসঙ্গে জান্নাতুল নাঈম এভ্রিল বলেন, ‘নিষ্পেষিত মানুষদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবো কখনো ভাবিনি। কখনো ভাবিনি রোহিঙ্গা শিশুদের সঙ্গে নিবিড়ভাবে সময় কাটাতে পারবো। ওদের মুখে হাসি ফোটাতে পারবো। ওদের সঙ্গে একটি ঈদ কাটাতে পারবো। আমার জীবনের সেরা ঈদ। এই প্রাপ্তির কথা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি আবেগে আপ্লুত।’
তিনি আরও বলেন, ‘বিশেষ ধন্যবাদ দিতে চাই পরিচালক নোমান রবিন ভাইকে আমাকে এই তথ্যচিত্রে অভিনয় করার সুযোগ দেবার জন্য।’
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post