সেলিব্রেটিবিডি:
ঢাকা শহরের গল্পে সিনেমা নির্মাণ হতে যাচ্ছে হলিউডে। ক্রিস হেমসওর্থ বাংলাদেশের রাজধানী ঢাকার প্রেক্ষাপটে একটি চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন হলিউডের ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’ ছবির পরিচালকদ্বয় জো রুশো ও অ্যান্থনি রুশো। অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবিটির নাম রাখা হয়েছে ‘ঢাকা’।
এতে প্রধান নায়কের ভূমিকায় থাকবেন ‘থর’ তারকা ক্রিস হেমসওর্থ।ক্রিস হেমসওর্থ ছাড়াও ‘ঢাকা’ ছবিতে অভিনয় করবেন ‘ক্যাপ্টেন আমেরিকা’ ছবির অন্যতম অভিনেতা ক্রিস ইভানস।
নেটফ্লিক্সের জন্য নির্মাণাধীন ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন জো রুশো ও অ্যান্থনি রুশো । গল্পে দেখা যাবে, ঢাকা শহরে অপহরণ হওয়া ভারতের একটি ছেলেকে উদ্ধারে সহযোগিতা করবে হেমসওর্থের চরিত্রটি। জানা গেছে, ছবিটির শুটিং হবে ভারত ও থাইল্যান্ডে। ‘ঢাকা’ পরিচালনা করবেন স্যাম হারগ্রেভ।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘অ্যাভেঞ্জার্স: এজ অব আলট্রন’ ছবির কিছু অংশের দৃশ্যধারণ হয় চট্টগ্রামের ভাটিয়ারির জাহাজভাঙা অঞ্চলে। গোপনেই শুটিং করেন পরিচালক জস হোয়েডন ও নির্মাতা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওস কাজ করেছে বাংলাদেশে। তবে ‘ঢাকা’ সিনেমার শুটিং ঢাকায় হবে কি না এ বিষয়ে এখনো জানা যায়নি কিছু।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
Discussion about this post