সেলিব্রেটিবিডি:
সময়ের সম্ভাবনাময়ী সঙ্গীতশিল্পী ইসরাত জাহান জুঁইয়ের নতুন গান ‘মিরপুর এক্সপ্রেস’। দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণার ব্যানারে দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ প্রকাশিত হয় মেলোডি হিপহপ ঘরানার এ গানটি।
তরুণ গীতিকার ওমর উমাইয়ার লেখা ও সুরে আবৃত এ গানটির সঙ্গীতায়ন করেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক রেমো বিপ্লব। এতে মডেল হয়েছেন জুঁই নিজেই। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন আলী আহসান লিটন।
গানটি প্রসঙ্গে জুঁই বলেন, ‘গানটির কথা ও সুর খুবই সুন্দর। পাশাপাশি হৃদয়গ্রাহী সুরে চমৎকার সঙ্গীতায়োজন করেছেন রেমো ভাই। আমার আগের গানগুলোর মতো ‘মিরপুর এক্সপ্রেস’ গানটিও সবার ভালো লাগবে বলে প্রত্যাশা করি। সবার অনুপ্রেরণা পেলে সামনে আরো ভালো ভালো গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হবো।
উল্লেখ্য, এর আগে কাজী শুভ’র সাথে তার ডুয়েট গান ‘তুমি বুঝলা না বুঝলা না গানটি নতুন প্রজন্মের সঙ্গীতপ্রেমীদের কাছে দারুণ জনপ্রিয়তা পায়।
সেলিব্রেটিবিডি/ এনজেটি
https://www.youtube.com/watch?v=hwPs0_vwTdU&feature=youtu.be
Discussion about this post