সেলিব্রেটিবিডি:
‘কুইন অব সোল’ হিসেবে জগৎজোড়া খ্যাতি ছিল সংগীতশিল্পী অ্যারেথা ফ্রাঙ্কলিনের। সেই কিংবদন্তির জীবনাবসান হয় ১৬ আগস্ট। ৭৬ বছর বয়সে যুক্তরাষ্ট্রের মিশিগানের নিজ বাড়িতে তিনি মারা যান। এই শিল্পীর মৃত্যু-পরবর্তী আনুষ্ঠানিকতা শেষ। চলছে শেষকৃত্যের প্রস্তুতি। আজ শুক্রবার হয় শেষকৃত্য। তাতে যুক্তরাষ্ট্রের বড় তারকারা অংশ নেন। অ্যারেথাকে শেষবিদায় জানাবেন সুরে সুরে।
মঙ্গল ও বুধবার অ্যারেথা ফ্রাঙ্কলিনের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য নেওয়া হয় যুক্তরাষ্ট্রের মিশিগানের চার্লস এইচ রাইট জাদুঘরে। দুই দিনে কয়েক হাজার ভক্ত অ্যারেথাকে শ্রদ্ধা জানান। সোনার কফিনে করে লাল গাউন ও লাল জুতা পরা অ্যারেথাকে সেখান থেকে গতকাল বৃহস্পতিবার নিয়ে যাওয়া হয় মিশিগানেরই নিউ ব্যাথেল ব্যাপ্টিস্ট চার্চে। আজ সেই চার্চ থেকে তাঁকে মিশিগানের ডেট্রয়টের গ্রেটার গ্রেস টেম্পলে নেওয়া হবে শেষকৃত্যের জন্য। এএফপি জানিয়েছে, আজকের শেষবিদায়ের অনুষ্ঠানে অ্যারেথাকে স্মরণ করে তাঁর কিছু কালজয়ী গান গেয়ে শোনাবেন এ সময়ের জনপ্রিয় গায়িকা আরিয়ানা গ্রান্ডে। তা ছাড়া কিংবদন্তি শিল্পী স্টিভ ওয়ান্ডার, ফেইথ হিলের মতো তারকারাও আজ শেষযাত্রায় সুরে সুরে স্মরণ করবেন ইতিহাস গড়া এই সংগীতশিল্পীকে।
অ্যারেথা ফ্রাঙ্কলিন হলেন সেই গায়িকা, যাঁর নাম প্রথম নারী সংগীতশিল্পী হিসেবে উঠেছিল ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’-এ।
সেলিব্রেটিবিডি/ এনজেটি/এএফপি
Discussion about this post