সেলিব্রেটিবিডি:
বলিউডে চলছে বায়োপিকের বসন্ত। চলতি বছর যে ছবিগুলো মুক্তি পেয়েছে, সেগুলোর বেশির ভাগই হয় কারও জীবনীভিত্তিক, নয়তো সত্য নিয়ে। এখানেই শেষ নয়। বায়োপিক নির্মাণ চলছে, চলবে। নির্মীয়মাণ রয়েছে বেশ কিছু। এর মধ্যে অনেকগুলো বায়োপিকের প্রস্তাব পেয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা জানিয়েছেন এই তারকা।
এ বছর শুরুতে দীপিকা পাড়ুকোন অভিনয় করেন ‘পদ্মাবত’ ছবিতে। সত্য ঘটনাকে কাহিনিতে রূপ দিয়ে নির্মিত হয়েছে এ ছবি। বলিউডে বায়োপিকের ধুম পড়ে গেছে। এ প্রসঙ্গে দীপিকার মত জানতে চাওয়া হয়। সম্প্রতি চেন্নাইয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘হ্যাঁ, বলিউডে একটু বেশিই বায়োপিক তৈরি হচ্ছে। ক্ষেত্রবিশেষে পুনরাবৃত্তি হতেও দেখা যাচ্ছে।’ ‘দ্য হিন্দু’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা বলেন, ‘গত কয়েক মাসে এতগুলো বায়োপিকের প্রস্তাব পেয়েছি, গুনে বলতে পারব না। প্রতিটির চিত্রনাট্যই ছিল শক্তিশালী। কিন্তু সংগ্রামের ইতিহাস নিয়ে আর কত সিনেমা করবেন? আমার তো মনে হয়, সাধারণ মানুষেরও সেটাই মনে হয়।’
সুজিত সরকারের পরিচালনায় ‘পিকু’ ছবিতে ইরফানের সঙ্গে অভিনয় করেন দীপিকা। এই জুটির আরও একটি কাজ শুরু হতে যাচ্ছিল। ইরফানের শারীরিক অসুস্থতার কারণে সেটি পিছিয়েছে। তাই নতুন কোনো কাজ নিয়ে কথা বলেননি এই অভিনেত্রী।
চলতি বছর বলিউডে মুক্তি পেয়েছে একগুচ্ছ বায়োপিক। সেগুলোর মধ্যে ‘সঞ্জু’, ‘সুরমা’, ‘পরমাণু’, ‘রাজি’, ‘প্যাডম্যান’ ছবিগুলো সত্য ঘটনার ওপর নির্মিত। কাজ চলছে ‘মনিকর্নিকা’, ‘সুপার থার্টি’, ‘দ্য অভিনব বিন্দ্রা বায়োপিক’ এবং ‘শাকিলা’র। বায়োপিক তৈরির ধারাবাহিকতা দেখে মনে হয় না, শিগগির এটি থামছে।
সেলিব্রেটিবিডি/এনজেটি/ইন্ডিয়ান এক্সপ্রেস
Discussion about this post