টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জিন্নাত আলী ছেলে মো. আল আমিন, আমিনুলের ছেলে স্বপন মিয়া এবং নুরু ইসলামের ছেলে জুয়েল।
ধনবাড়ী থানার উপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই আকরাম হোসেন বলেন, সকাল আনুমানিক ৭টার দিকে ধনবাড়ী থানার জামালপুর আঞ্চলিক সড়কের বিলাসপুর এলাকার বটতলায় দুর্ঘটনা ঘটে। জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক ও মোটরসাইকেলচালক এবং আরোহী ঘটনাস্থলে নিহত হন।
Discussion about this post