রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি অব্যাহত রাখার ‘শাস্তি’ হিসেবে ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার রাতে দেওয়া এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের আমদানি শুল্ক দাঁড়াল ৫০ শতাংশে- যা চীনের তুলনায় ২০ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ২১ শতাংশ বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শুধু ভারত নয়, রাশিয়া থেকে সরাসরি বা পরোক্ষভাবে তেল কিনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধ অর্থায়নকারী অন্য দেশগুলোর বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।বুধবার স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রাম্প লিখেছেন, “আমি মনে করি ভারতের সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে… তাই আমদানি করা ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন।”
এই সিদ্ধান্ত আসে ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক নিয়ে তার ক্ষুব্ধ মন্তব্যের কয়েক ঘণ্টা পর। এক মার্কিন গণমাধ্যমকে ট্রাম্প বলেন, “ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়… আমরা আগে ২৫ শতাংশ শুল্কে সমঝোতা করেছিলাম, কিন্তু আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি উল্লেখযোগ্যভাবে বাড়ানো উচিত, কারণ তারা রাশিয়ার তেল কিনছে।”
Discussion about this post