দুবাইয়ে নামাজের সময় এক ঘণ্টা করে ফ্রি পার্কিং সুবিধা পাবেন মুসল্লিরা। মুসল্লিদের সুবিধার জন্য আগস্ট থেকে ৫৯টি মসজিদের ২,১০০ স্থানে ফ্রি পার্কিং সেবা চালু করা হয়েছে।ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট (আইএসিএডি) এবং পারকিন কোম্পানির যৌথ উদ্যোগে মুসল্লিদের জন্য এই সুবিধা চালু করা হয়েছে।
ফজর, জোহর, আসর, মাগরিব এবং এশা— প্রত্যেক ওয়াক্তের নামাজে এই স্থানগুলোতে এক ঘণ্টার জন্য বিনামূল্যে গাড়ি পার্ক করতে পারবেন মুসল্লিরা।এই উদ্যোগের লক্ষ্য হলো মসজিদের আশেপাশের যানজট কমানো এবং নামাজের সময় মুসল্লিরা যেন পার্কিং নিয়ে দুশ্চিন্তা না করে সহজেই ইবাদতে মনোযোগ দিতে পারেন। বিশেষ করে জুমার নামাজের সময় এবং সময়মতো সহজেই নামাজে অংশগ্রহণ করতে পারেন।ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের এক মুখপাত্র বলেন, এই অংশীদারিত্ব আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতার পরিচায়ক। আমরা পার্কিংয়ের ঝামেলা দূর করে মানুষকে ইবাদতে মনোযোগী হতে সহায়তা করছি, যা সমাজিক বন্ধনও দৃঢ় করে।
পারকিন কর্তৃপক্ষ জানায়, চালকরা সবচেয়ে কাছের খালি জায়গা খুঁজে পেতে ডিজিটাল নির্দেশনা ব্যবস্থা চালু করা হয়েছে।
মুসল্লিরা পারকিন অ্যাপে রিয়েল টাইম তথ্য পাবেন। কারো গাড়ী নির্ধারিত সময়ের বেশি থাকলে স্বাভাবিক পার্কিং চার্জ প্রযোজ্য হবে।
আগস্ট থেকে চালু হওয়া এই নতুন ব্যবস্থা দুবাইয়ের মুসল্লিদের জন্য নামাজে অংশগ্রহণ আরও স্বাচ্ছন্দ্যময় ও আতিথেয়তাপূর্ণ করে তুলবে।
সূত্র : খালিজ টাইমস
Discussion about this post