আফগান শরণার্থীদের আফগানিস্তানে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত— এমন খবরে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।তিনি বলেছেন, “আমি এখনই তাদের রক্ষা করার চেষ্টা শুরু করছি”। রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।বার্তাসংস্থাটি বলছে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ একটি সংবাদ প্রতিবেদনের লিংক শেয়ার করে ট্রাম্প এই মন্তব্য করেন। ‘জাস্ট দ্য নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবির একটি শরনার্থী শিবিরে চার বছর ধরে থাকা ৩২ জন আফগান পুরুষ, নারী ও শিশু হঠাৎ করেই জানতে পারেন, তাদের তালেবানের হাতে তুলে দেওয়া হবে।সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোনও ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ক্যাম্পে হাজির হন আমিরাতের কর্মকর্তারা এবং তাদের জানিয়ে দেন, তাদের বিতাড়নের বা ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ওই কর্মকর্তারা নাকি তাদের পাসপোর্টও জব্দ করেছেন।
এর আগে ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনীর প্রত্যাহারের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। ওই সময় অনেকে দেশ ছাড়েন, যাদের একটি অংশ আশ্রয় নেয় আরব আমিরাতে।
Discussion about this post