কোরবানির ঈদ সামনে রেখে ঢাকার দুই সিটি করপোরেশন নগরীতে ২১টি পশুর হাট বসাতে গত মাসের শেষদিকে ইজারা বিজ্ঞপ্তি দেয়। এর মধ্যে জনবহুল স্থানে হওয়ায় দক্ষিণ সিটির আফতাবনগর ও মেরাদিয়া এবং উত্তর সিটির বাড্ডা ও খিলক্ষেতে হাট বসাতে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এ কারণে উত্তর সিটি আরও দুটি স্থানে হাট বসাতে বিজ্ঞপ্তি দিয়েছে। এতে শেষ পর্যন্ত দক্ষিণ সিটিতে ৯টি ও উত্তর সিটিতে ১২টি অস্থায়ী পশুর হাট বসতে পারে। এ ছাড়া গাবতলী ও সারুলিয়ায় দুটি স্থায়ী হাটসহ এবার রাজধানীতে পশুর হাট বসতে পারে ২৩টি। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির নেতাকর্মীরা পলাতক থাকায় এবার অধিকাংশ হাটই যাচ্ছে বিএনপি নেতাকর্মীদের হাতে। তবে ঈদের আর ৬ দিন বাকি থাকলেও এখনো অধিকাংশ হাটের ইজারাদার চূড়ান্ত হয়নি। এরই মধ্যে তিনটি অবৈধ হাট বসেছে। আরও তিনটি অবৈধ হাট বসানোর প্রস্তুতি চলছে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র জানায়, ৯টি হাটের মধ্যে ৫টি হাটের ইজারা প্রক্রিয়ার ৮০ শতাংশ শেষ হয়েছে, কেবল কার্যাদেশ দেওয়া বাকি। বাকি চারটির জন্য দুই দফায় দরপত্র আহ্বান করেও ইজারাদার চূড়ান্ত করা যায়নি। সবশেষ তৃতীয় দফার দরপত্র জমার সময়সীমাও গত বৃহস্পতিবার পার হয়েছে। এই চারটি হাট হলো– দনিয়া কলেজের পাশে খালি জায়গা, কমলাপুর সাদেক হোসেন খোকা মাঠের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল হাট, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের খালি জায়গা এবং শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ড-সংলগ্ন খালি জায়গা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভে নগর ভবন তালাবদ্ধ থাকায় ইজারা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন
Discussion about this post