মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের ‘দুবাই ডিউটি ফ্রি র্যাফেল ড্র’ লটারিতে ১০ লাখ মার্কিন ডলার জিতেছেন ভারতীয় এক প্রবাসী। ৬০ বছর বয়সী ওই ভারতীয় দ্বিতীয়বারের মতো এই লটারি জিতেছেন। লটারিতে পাওয়া মুদ্রার পরিমাণ বাংলাদেশি প্রায় ১২ কোটি ২২ লাখ ৩২ হাজার ৯০০ টাকা।দেশটির ইংরেজি দৈনিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দুবাই-ভিত্তিক ৬০ বছর বয়সী এক সৌভাগ্যবান ভারতীয় নাগরিক দ্বিতীয়বারের মতো লটারিতে এক মিলিয়ন ডলার জয়ী হয়েছেন। দুবাই ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নেয়ার র্যাফেল ড্রতে এই পুরস্কার পেয়েছেন তিনি।
বুধবার দুবাইয়ে ডিউটি ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ও ফাইনেস্ট সারপ্রাইজ ড্র অনুষ্ঠিত হয়েছে। ভারতীয় ওই প্রবাসীর নাম পল জোসে মাভেলি। তিনি দেশটির কেরালা অঙ্গরাজ্যের বাসিন্দা। ৯ বছরের কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো আমিরাতে এই র্যাফেল ড্রতে বিজয়ী হয়েছেন তিনি।গত ৩৮ বছর ধরে আমিরাতের দুবাইয়ে বসবাস করে আসছেন ভারতের কেরালার বাসিন্দা পল জোসে। বুধবার অনুষ্ঠিত র্যাফেল ড্রয়ের টিকেট ১৭ জন বন্ধুকে সঙ্গে নিয়ে কিনেছিলেন তিনি। ১৯৯৯ সাল থেকে আমিরাতের এই লটারিতে অংশ নিয়ে আসছেন তারা।
এর আগে, ২০১৬ সালের নভেম্বরে আমিরাতে প্রথমবারের মতো লটারিতে ১০ লাখ ডলার জিতেছিলেন পল জোসে। সেই সময় তার ৯ জন বন্ধুর সঙ্গে ভাগাভাগি করে টিকেট কিনেছিলেন তিনি।
Discussion about this post