ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের সূত্রে বিবিসি জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারির মাধ্যমে ওই বিমানবন্দরগুলোয় সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে।
বিবৃতি অনুসারে, বিমানকর্মীদের প্রতি দেয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং ৩২টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।
ভারত অধিকৃত কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকেই যুদ্ধাবস্থা বিরাজ করছে ভারত-পাকিস্তানের মধ্যে। এমন পরিস্থিতিতেই পাকিস্তানের তিনটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ভারত।
এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। পাকিস্তান তাদের অভিযানকে বলেছে ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’।
Discussion about this post