বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ককে এগিয়ে নিতে দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসেছেন দু’দেশের পররাষ্ট্র সচিবরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ।
এবার সুনির্দিষ্ট অ্যাজেন্ডায় সীমাবদ্ধ না থেকে দু’দেশের মধ্যকার ‘সব বিষয়ই’ এ বৈঠকে উঠে আসবে বলে জানিয়েছেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, আকাশপথে যোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, কৃষি, মৎস্য, সংস্কৃতি, খেলাধুলাসহ বিভিন্ন খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
এছাড়া সার্ক, ওআইসি, ডি-৮ এর মতো প্ল্যাটফর্মগুলোতে আঞ্চলিক ও বহুপক্ষীয় সম্পর্ক জোরদার নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।
‘ফরেন অফিস কনসালটেশন’ বা ‘এফওসি’ শীর্ষক এ বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: জসিম উদ্দিনের সাথে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত বুধবার ঢাকায় এসে পৌঁছান।বিশ্লেষকরা বলছেন, দু’দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ‘স্বাভাবিকীকরণের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে পররাষ্ট্র সচিবদের বৈঠকের মধ্য দিয়ে, যাতে গুরুত্ব পাবে দ্বিপক্ষীয় বাণিজ্য ও উভয় দেশের জাতীয় নিরাপত্তা ইস্যু।
আজ এফওসির পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও আমনা বালুচ সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
সূত্র : বিবিসি
Discussion about this post