ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে আজ ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটেছে। এতে দু’জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
তবে কেন এই সংঘর্ষ ঘটলো তার সুনির্দিষ্ট উত্তর দিতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমে বলেন, ‘এদের মাঝে গণ্ডগোল হওয়ার জন্য কোনোকিছু হওয়া লাগে না, এমনেই হয়।’
‘আজকে দুইটা স্টুডেন্ট…ওরা নাকি মারধর করছে। এখন কী কারণে মারধর করলো, এরা আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এদের মারামারিতে স্পেসিফিক কারণ লাগে না, মাঝে মধ্যে এদের (সংঘর্ষ) লাগে,’ বলেন তিনি।
তবুও পুলিশ তদন্ত করে এই ঘটনার সূত্রপাত খুঁজে দেখবে বলে জানান আলম।
মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
এক পক্ষ আরেক পক্ষের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করায় মিরপুর সড়কের যান চলাচল বন্ধ হয়ে যানজট বেঁধে যায় এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির নিয়ন্ত্রণ আনে।
Discussion about this post