এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার একটি আকর্ষণ ছিলো ফিলিস্তিনের প্রতি সংহতি। শোভাযাত্রায় অংশ নেওয়া অনেকেই সংহতি প্রকাশ করেছেন। তাছাড়া, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বৃহৎ একটি ‘তরমুজের ফালি’র মোটিফও ছিলো শোভাযাত্রায়।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে এটি শাহবাগ, টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবার কথা রয়েছে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা, পোস্টার ও ব্যানার বহন করেন এবং ‘free Palestine’, ‘গাজা গণহত্যা বন্ধ করো’ ইত্যাদি ফেস্টুন প্রদর্শন করেন।
আয়োজকরা জানান, তরমুজ ফিলিস্তিনিদের কাছে ‘প্রতিরোধ ও অধ্যবসায়ের প্রতীক’। মূলত এটি তাদের পতাকা বোঝাতে ব্যবহৃত হয়ে থাকে। এর কারণ হলো, ফলটির বাইরের অংশের রঙ সবুজ। আর ভেতরের অংশগুলোর রঙ লাল, সাদা ও কালো। এ রঙগুলো ফিলিস্তিনের পতাকার রঙের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। তাই এবারের শোভাযাত্রায় অন্য মোটিফের পাশাপাশি ফিলিস্তিনিদের সংগ্রামের সঙ্গে সংহতি জানিয়ে তাদের প্রতীক হিসেবে তরমুজের মোটিফ রাখা হচ্ছে।
শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি মোটিফ প্রদর্শিত হয়। এবারের শোভাযাত্রার মুল মোটিভ হলো ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। তাছাড়া, পায়রা, মাছ, বাঘ ও মুগ্ধর আলোচিত পানির বোতল প্রদর্শিত হয়েছে।
Discussion about this post