বগুড়ার শেরপুর উপজেলায় মাহমুদা বেগম নামে এক নারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাহমুদা বেগম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি শেরপুর উপজেলা শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লায় আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকতেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে মাহমুদা বেগম পরিবারের সবার অগোচরে ডাইনিং রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের ভাই মাহবুবুর রহমান থানায় লিখিত আবেদন করলে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আত্মহত্যার কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
Discussion about this post