ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি এবং ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকার চারদিক থেকে মিছিল নিয়ে সর্বস্তরের মানুষ এতে অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আবদুল মালেক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেমার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে চলছে প্রস্তুতি। শুক্রবার (১২ এপ্রিল) মধ্যে রাতে থেকে চলছে সোহরাওয়ার্দী উদ্যানে মঞ্চ তৈরির কাজ। সোহরাওয়ার্দী উদ্যানে নিরাপত্তা নিশ্চিত করতে দেখা গেছে পুলিশ সদস্যদের উপস্থিতি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত ঘিরে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি জন্য সেখানে মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চ ও এর আশপাশেও পর্যাপ্ত পুলিশ উপস্থিত রয়েছে। নিরাপত্তার জন্য পুলিশের সংখ্যা ভোরের দিকে আরও বাড়বে বলেও জানিয়েছেন তিমার্চ ফর গাজা’ কর্মসূচিটি প্রথমে শাহবাগ থেকে মানিক মিয়া অভিমুখে অনুষ্ঠানের কথা থাকলেও আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ও পরীক্ষার বিষয়টি বিবেচনা করে স্থান পরিবর্তন করা হয়। আয়োজকরা বলেন, বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন ২০২৫-এ আগত অতিথিদের চলাচলের পথ সুগম করতে ‘মার্চ ফর গাজা’র জনসমাগমের অভিমুখ ‘মানিক মিয়া অ্যাভিনিউয়ের’ পরিবর্তে ‘সোহরাওয়ার্দী উদ্যানে’ পরিবর্তন করা হয়েছে। পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে অবস্থানের স্বার্থে স্থান পরিবর্তন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), হেফাজতে ইসলামসহ দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং আলেম-ওলামারা সংহতি প্রকাশ করে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। কর্মসূচি ঘিরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মেট্রোরেল ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে।নি।ন।
Discussion about this post