নববর্ষের শোভাযাত্রার জন্য তৈরি করা ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফ আগুনে পুড়ে গেছে। তবে কীভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো শনাক্ত করতে পারেননি আয়োজকরা।
শনিবার (১২ এপ্রিল) ভোর ৫টার দিকে অগ্নিকাণ্ড ঘবিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, ‘আমরা ধারণা করছি পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
সরেজমিনে দেখা গেছে, আগুনে ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রার যে মোটিফ তৈরি করা হচ্ছিল সেগুলোতে আগুন লেগেছে। বিশেষ করে ফ্যাসিবাদের মুখাকৃতি পুরোপুরি পুড়ে গেছে। তবে শান্তির পায়রা মোটিফের অর্ধেক অংশ পুড়ে গেছে। কাপড় দিয়ে ঘেরা অংশটিরও একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে গেআগুনের সূত্রপাত জানতে সিসি ক্যামেরার ফুটেজ চেক করার কার্যক্রম চলছে বলে জানা যায়।ছে।টে।
Discussion about this post