আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । ওয়া লিল্লাহিল হাম্দ ।
যে মূহুর্তে আমরা ঐক্যের বার্তা নিয়ে পারস্পরিক ঈদের আনন্দ শেয়ার ও উপভোগ করতে যাচ্ছি, সেই মূহুর্তে একটি আয়াতের দিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ হওয়া প্রয়োজন । যেখানে আল্লাহ বলেন “ পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরানোতে প্রকৃত কল্যাণ নয় । বরং প্রকৃত কল্যাণ হলো আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনয়ন করা ।”
এখানে আল্লাহ ১৮টি গুণ তুলে ধরেছেন । সাতটি ঈমান ও ইবাদত সংক্রান্ত এবং বাকি ১১টি আচরণ সংক্রান্ত । এসব গুণাবলী যাদের মধ্যে পাওয়া যায়, তারাই সত্যবাদী ও পরহেজগার ।”
সূরা আল বাক্বারা ১৭৭
এখানে তাকওয়া ও কল্যাণ দুটোর কথা তুলে ধরা হয়েছে বিশেষভাবে ।
অন্য আয়াতে আল্লাহ বলেন “ তোমরা তাকওয়া ও কল্যাণের পথে একে অপরকে সহযোগিতা করো ।”
সূরা আল মায়েদা ২
আরেক আয়াতে আল্লাহ বলেন “ আসল কল্যাণ তো যে ব্যক্তি তাকওয়াদার বা আল্লাহ ভীরু ।”
সূরা আল বাক্বারা ১৮৯
এই কল্যাণকে কুরআনে বির বলা হয়েছে । এটি খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ । যা বিশাল উদারতাকে বুঝায় ।
যেমন আল্লাহ বলেন যে তিনি হলেন আল বিররুর রহিম অর্থাৎ করুণাময় ও ব্যাপক ইহসানকারী ।”
আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । ওয়া লিল্লাহিল হাম্দ ।
আর আচরণ কি জিনিস জানেন কি ? সেটা হলো মা বাবা ভাই বোন সন্তান স্ত্রী , মুসলিম এমনকি অমুসলিমদের সাথেও উত্তম ব্যবহার করা । এ জায়গায় সবচে’ বেশী ও প্রথমে থাকবে মা বাবা’র সাথে ভালো আচরণ করা ।
আল্লাহ বলেন “ অমুসলিমদের সাথেও ইনসাফ করো । আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন ।
আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । ওয়া লিল্লাহিল হাম্দ্য নেই । আল্লাহ সর্বশ্রেষ্ঠ । আল্লাহ সর্বশ্রেষ্ঠ । সমস্ত প্রশংসা তাঁর জন্য ।
আল্লাহ বলেন “ যারা তাদের সাথে আল্লাহর ওয়াদা পূরণ করে তারাই সত্যবাদী ।
তিনি আমাদের জন্য ফল ফলাদি দ্বারা সুশোভিত করেছেন ।
তোমরা ততোক্ষণ পর্যন্ত কল্যান লাভ করতে পারবেনা যতোক্ষণ না প্রিয় বস্তু আল্লাহর পথে ব্যয় করো ।
সুতরাং কল্যাণের পথে এগিয়ে আসুন । তাকওয়া অবলম্বন করুন । মাহে রমজানের শিক্ষা নিয়ে জীবন গঠন করুন ।
আপনাদের সকলের প্রতি জানাই ঈদ মোবারক ।
ইয়া আল্লাহ ! আমাদের রোজা সমূহ কবুল করুন । ভুলত্রুটি মাফ করুন । আগামী রমজান নসীব করুন ।
আমাদের মা বাবাদেরকে মাফ করে দিন এবং তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন । আমিন ।
আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । আল্লাহু আকবার । ওয়া লিল্লাহিল হাম্দ ।
Discussion about this post