জুলাই বিপ্লবের পরপরই দেশে রেমিট্যেন্স প্রবাহের গতি ফিরে এসেছে। সেই ধারাবাহিকতায় চলতি মার্চের প্রথম ৮ দিনে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৯ হাজার ৯৩৪ কোটি টাকা। এ সময়ে প্রতিদিন গড়ে আসছে ১০ কোটি ডলারের (১ হাজার ২৪১ কোটি টাকা) বেশি। রেমিট্যান্স প্রবাহের এ ধারা অব্যাহত থাকলে মার্চের পুরো সময়ে ৩৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Discussion about this post