মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২ লাখ ৪০ হাজার ইউক্রেনীয় শিক্ষার্থীর অস্থায়ী আইনগত মর্যাদা বাতিল করার পরিকল্পনা করছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র তাদেরকে আশ্রয় দিয়েছিল।
ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, একজন জ্যেষ্ঠ ট্রাম্প কর্মকর্তা ও এ বিষয়ে অবগত তিনটি সূত্র জানিয়েছে, এই পদক্ষেপ এপ্রিলের মধ্যেই কার্যকর হতে পারে। আর এটা কার্যকর হলে লাখ লাখ ইউক্রেনীয়কে দ্রুত যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়ানোর আগেই ইউক্রেনীয়দের সুরক্ষা প্রত্যাহারের পরিকল্পনা চলছিল।
সূত্র জানায়, এই সিদ্ধান্ত বাইডেন প্রশাসনের অধীনে চালু হওয়া অস্থায়ী মানবিক অনুমতির (প্যারোল) মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ১৮ লাখের বেশি অভিবাসীর আইনগত মর্যাদা বাতিলের বৃহত্তর পরিকল্পনার অংশ।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মুখপাত্র ট্রিশা ম্যাকলাফলিন বলেছেন, এই মুহূর্তে বিভাগের কোনো ঘোষণা নেই।
Discussion about this post