বিশ্বের ৪৫টি দেশে ১২ লাখ কোরআন বিতরণ করবে সৌদি আরব। স্থানীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কোরআন উপহার দেওয়ার পোগ্রামের অংশ এটি। বিতরণের পুরো বিষয়টি কার্যকর করবে সৌদির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ৭৯টি ভাষায় অনুবাদকৃত ১২ লাখ কোরআন ইসলামিক ও সাংস্কৃতিক কেন্দ্র, একইসঙ্গে সৌদির বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে বিতরণ করা হবে।
কোরআন বিতরণের সিদ্ধান্তের জন্য সৌদির ইসলাম ধর্মবিষয়ক মন্ত্রী আব্দুলতিফ আল-আশেখ প্রিন্স সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রিন্স সালমান বিশ্বের সব মুসলিমদের প্রতি দায়িত্ব পালন অব্যাহত রাখায় তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি জানিয়েছেন, এই কোরআনগুলো বিশ্বের সবচেয়ে উন্নত কাগজে নিখুঁতভাবে প্রিন্ট করা হয়েছে। বিশেষ করে রমজান মাসে এই কোরআন থেকে মুসল্লিরা উপকৃত হবে
সংশ্লিষ্টরা জানায়, কোরআনগুলো নির্দিষ্ট ৪৫টি দেশে পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। পুরো রমজানজুড়ে সময় অনুযায়ী সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে এগুলো পাঠিয়ে দেওয়া হবে।
Discussion about this post